
গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় চার জন নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল ও পরিবার সূত্র।
নিহতরা হলেন- দীপ্ত সাহা (২৫), পিতা সন্তোষ সাহা, উদয়ন রোড, গোপালগঞ্জ; ও রমজান কাজী (১৮), পিতা কামরুল কাজী, কোটালীপাড়া, গোপালগঞ্জ। বাকি ২ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, বিকেলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন>>>গোপালগঞ্জে এবার কারফিউ জারি
তিনি জানান, আরও ৯ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অস্ত্রোপচার চলছে।
অন্যদিকে নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে আনা হয়েছিল। এরমধ্যে চারজন মৃত ও পুলিশ-সাংবাদিকসহ ১২ জন আহত রয়েছেন।
নিহত দীপ্ত সাহার চাচা জানান, দুপুরে খাবার খেয়ে দীপ্ত দোকানে যাচ্ছিলেন। শহরের চৌরঙ্গী মোড়ে তার পেটে গুলি লাগে।
রমজান কাজীর বাবা বলেন, আমার ছেলেটা কোনো দোষ করেনি। তবু তাকেও মেরে ফেলা হলো। আমি আমার সন্তানকে কোথায় পাব?
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।