
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে একই দিন দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেনাবাহিনীকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয়।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।