
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। উপজেলার সর্বস্তরের জনসাধারণ মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় জনতা। একই সঙ্গে তারা সাঞ্জুয়ারভিটার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলা গেটসংলগ্ন ভুরুঙ্গামারী সড়কে এ মানববন্ধন হয়। এতে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষার্থী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক আজ সমাজে ভয়াবহ রূপ ধারণ করেছে। যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ মরণ নেশা থেকে পরবর্তী প্রজন্মকেও রক্ষা করা জরুরি
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা এখন সমাজের সচেতন মানুষদের ভয় দেখাতে এবং আন্দোলন ঠেকাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব ষড়যন্ত্রমূলক মামলাকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। প্রশাসনের কাছে দোষীদের বিচারের আওতায় আনার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
বক্তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কীভাবে নির্ভয়ে কথা বলবে? আমরা চাই একটি মাদকমুক্ত, নিরাপদ, ন্যায়ের সমাজ। প্রশাসনের উচিত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।
আরও পড়ুন<<>> সারাদেশ ১৬ ইঞ্চি কলাগাছে সাত মোচা
মানববন্ধনে বক্তব্য দেন- নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হাজী সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক সানাউল কবীর স্বাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিমি, মুখ্য সংগঠক মোবাশ্বের হোসেনসহ আরও অনেকেই।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ও মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।