
ছবি : আপন দেশ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৬ ইঞ্চি উচ্চতার একটি কলাগাছে সাতটি মোচা (মোখজ) ধরেছে। এতটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকার ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এ মোচা একনজর দেখতে শত শত মানুষ ভীড় করছে।
স্থানীয়রা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে নুরুজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলারগাছে সাতটি মোাচা (মোখজ) বের হয়।
আরও পড়ুন<<>> এক ছাগলের ৫ বাচ্চা!
শনিবার (১৭মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এতো মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এতো ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভীড় জমাতে থাকে।
সোনাবর এলাকা থেকে দেখতে আসা ত্রৈলক্যনাথ রায় বলেন, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এ প্রথম আমার জীবনে দেখা।
সেকেন্দার আলী নামের এক ব্যক্তি বলেন, এটা গজবের লক্ষণ। এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়ত এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।