Apan Desh | আপন দেশ

খাদে পড়ে গেল বাস, প্রাণে বাঁচল ৩৫ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ১৮ মে ২০২৫

খাদে পড়ে গেল বাস, প্রাণে বাঁচল ৩৫ সাংবাদিক

দুর্ঘটনার কবলে সাংবাদিকদের বহনকারী বাস

সুন্দরবন ঘুরে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার তালায় দুর্ঘটনার কবলে পড়েছে সাংবাদিকদের বহনকারী একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রাণে বেঁচে যান ৩৫ সাংবাদিক। তবে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৮ মে) দুপুরের দিকে তালা উপজেলার ইসলাম কাঠিরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাটকেলঘাটা থানার ওসি মাইনউদ্দিন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে তালার মির্জাপুর বাজার সংলগ্ন জগানন্দকাটিতে এ দুর্ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন কৃষ্ণ, হিরন খান ও একরামুল ইসলামসহ ৫ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। তবে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তাৎক্ষণিকভাবে সবার নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক জোহর আলী বলেন, শাহ সিমেন্টের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বামদিক থেকে উল্টোদিকে সাংবাদিক বহনকারী বাসের দিকে চলে আসে। এতে ওই বাস দুর্ঘটনা এড়াতে আরেকদিকে চলে গেলে উল্টে পড়ে। এ সময় অনেকেই আহত হয়। তার মধ্যে ৫ জন গুরুতর আহত হন।

আরওপড়ুন<<>>উপদেষ্টাকে নিয়ে পোস্ট, শিক্ষক বরখাস্ত

এ রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও একটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছিল। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার বলেও জানান তিনি।

দুর্ঘটনার শিকার এক সাংবাদিক বলেন, ঘাড়ে আঘাত পেয়েছি, কথা বলতে কষ্ট হচ্ছে। কয়েকজন শরীরের ওপর পড়ে যাওয়ায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে মৃত্যুর কাছ থেকে ফিরে এলাম।

সিনিয়র সাংবাদিক নাদিরা পারভিন জানান, শনিবার (১৭ মে) বিজিবির একটি ভাসমান বিওপি উদ্বোধনের খবর সংগ্রহ করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বয়ারসিংয়ে আসেন সাংবাদিকরা। কাজ শেষে আজ ঢাকায় ফিরছিলেন তারা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে সাংবাদিকরা।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার এসআই আনিস জানান, বাসটি রাস্তার পাশে পড়ে আছে, বিজিবি দ্রুত রাস্তায় চলাচল স্বাভাবিক করে দিয়েছে। তবে বাসটি ওঠানোর জন্য ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়