Apan Desh | আপন দেশ

উপদেষ্টাকে নিয়ে পোস্ট, শিক্ষক বরখাস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ মে ২০২৫

উপদেষ্টাকে নিয়ে পোস্ট, শিক্ষক বরখাস্ত

বহিষ্কৃত শিক্ষক মনিবুল হক বসুনিয়া

ফেসবুকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেয়ায় কুড়িগ্রামের রাজারহাটে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীর এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

বহিষ্কৃত ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পত্র মোতাবেক শিক্ষক মনিবুল হক বসুনিয়া তার ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন।

আরওপড়ুন<<>>ছেলেকে পুলিশে দিয়ে ফেসবুকে বিএনপি নেতার পোস্ট

ফেসবুকে এ ধরণের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এর ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

ফেসবুক পোস্টের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন, আড়াই-তিন মাস আগে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করে। ওই প্রোগামে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয়প্রতিপণ্ন করে বলেছিলেন, না পোষালে চাকরি ছেড়ে চলে যান। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে, আমি আমার ভাষায় প্রতিবাদ করেছিলাম।

তিনি আরও বলেন, আমি যা পোস্ট করেছিলাম তার সারমর্ম হলো- আপনি উপদেষ্টা হয়ে এভাবে শিক্ষকদের অবমাননা করে কথা বলতে পারেন না। আপনি ডাক্তার মানুষ, নিজের পেশায় ফিরে যান। আমাদের বলতেছেন চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে। আপনি আপনার পেশায় ফিরে যান। সেটা ছিল ওই সময়ের কথা। তার জন্য এখন আমাকে কেন বরখাস্ত করা হলো-তা বোধগম্য নয়।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী ওই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়