
ফাইল ছবি।
কক্সবাজারের টেকনাফের নাফ নদে গুলি করে তিন বাংলাদেশীকে অপহরণ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১২ মে) দুপুরে লেদা সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
অপহৃতরা হলেন- সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।
আরওপড়ুন<<>>ব্রহ্মপুত্রে ভেসে উঠলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফ নদে নেমেছেন নিশ্চিত হতে পারেননি। তবে স্থানীয়রা জানিয়েছে, নাফ নদে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে তারা কি জেলে নাকি মাদক কারবারি পরিষ্কার না। কারণ ওই এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তারা কি মাদক আনতে মিয়ানমারে গিয়েছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাদের ফেরত আনার ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।