
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
নিহতরা হলেন, ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জিল্লুর রহমান জানান, মরদেহ দুটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ইব্রাহিম ও ইমরান। কিন্তু গোসলের একপর্যায়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই।
তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় চেষ্টা চালায়। তবে কোনো সাড়া মেলেনি। দুই দিন পর আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পালের ঘাট এলাকায় নদীতে মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।
একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।