
রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া গুলি-খোসা
রাঙ্গামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে ১১ রাউন্ড তাজা গুলি এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করেছে বিজিবি ও আনসার ব্যাটালিয়ন।
শুক্রবার (১৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বরকল বিজিবি-৪৫ ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। বুধবার (১২ মার্চ) উপজেলার রূপবান পাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
আরওপড়ুন<<>>মাধুরীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কংগ্রেস নেতার
এতে সাধারণ পাহাড়ি আতঙ্কিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতঙ্ক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১ রাউন্ড তাজা গুলি এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।