Apan Desh | আপন দেশ

 চুরির অভিযোগে তুলে ফেলা হল যুবকের দুচোখ

  ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২৫

আপডেট: ২২:১৯, ৩ মার্চ ২০২৫

 চুরির অভিযোগে তুলে ফেলা হল যুবকের দুচোখ

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক যুবকের হাতের আঙুল কেটে হাত-পা ভেঙে দুই চোখ তুলে ফেলার ঘটনা ঘটেছে।

রোববার (০২ মার্চ) উপজেলার নজরুলনগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামপুলিশ সোহরাব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

আহত শাহাজাহান মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

শাহাজাহানের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, সন্দেহজনকভাবে আমার স্বামীকে তুলে নিয়ে মারধর করে হাত-পা ভেঙ্গে দুই চোখ তুলে ফেলা হয়েছে। মাঝের-চর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব এবং তার দলবল এ কাজে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

আরওপড়ুন<<>>এলেঙ্গা পৌরসভায় টিসিবি কার্ড সংশোধনে ঘুষ নেয়ার অভিযোগ

তবে অভিযোগ অস্বীকার করে সাকিব বলেন, চুরির জন্য স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন বলেন, মিন্টিজ নামে ওই ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেয়া হয়েছে। তার হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, শাহাজাহান একজন পেশাদার চোর। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে তার চোখ তুলে ফেলছে। এ বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা