Apan Desh | আপন দেশ

কিশোরী ধর্ষেণের অভিযোগে তরুণ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ১৩ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:৩০, ১৩ এপ্রিল ২০২৪

কিশোরী ধর্ষেণের অভিযোগে তরুণ গ্রেফতার

ছবি: আপন দেশ

নোয়াখালীর হাতিয়ায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মো.নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু বেপারী বাড়ির মো.বেলালের ছেলে।  

শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের চরপোড়াগাছা ইউনিয়নে অভিযান চালায়। স্থানীয় আজাদ নগর বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ।    
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামি ভিকটিমকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে ভিকটিমের মা পারিবারিক প্রয়োজনে প্রতিবেশির বাড়িতে যান। এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিকটিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় বিকেল ৪টার দিকে বসত ঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল। র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। তাকে জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে।  

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়