ফাইল ছবি
দেশে শীতের আগমনী বার্ত পাওয়া যাচ্ছে। বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। কোথাও কোথাও এর প্রবণতা কিছুটা লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দুই দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে প্রায় এক সপ্তাহ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দীপে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিন্ম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও রাজশাহীতে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সপ্তাহজুড়ে দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এর কারণ হিসেবে তিনি বলেন, বিগত কয়েক দিন উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস এসেছে। এ বাতাস শুস্ক ও ঠাণ্ডা হওয়ায় শীতের অনুভূতি বাড়ে। বাতাসের দিক পরিবর্তন হয়ে পশ্চিম দিক থেকে হিমালয়ের নিচ থেকে বাতাস আসছে। যা আরব সাগর থেকে আর্দ্রতা নিয়ে আসে।
এ আর্দ্রতার কারণে কুয়াশা থাকবে। ফলে রাতে সূর্যের তাপ কমে আসার হার কমাবে। এতে বিগত কয়েক দিন যে ধারাবাহিকতায় তাপমাত্রা কমেছে, আগামী কয়েক দিন তাপ সেভাবে কমবে না। আবার এ তাপে খুব বেশি গরম বাড়ার কোনো সম্ভাবনাও নেই।
আরও পড়ুন<<>>ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার প্রকাশ
বিশেষজ্ঞদের বিশ্লেষণ মতে, নভেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমে ডিসেম্বর থেকে সারাদেশে শীতের আবহাওয়া ছড়িয়ে যেতে পারে।
তবে ঢাকায় শীত অনুভূত হতে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভৌগলিক কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চামাঞ্চল বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা এসব এলাকায় শীত বেশি অনুভূত হয়। এর সঙ্গে সিলেট ও শ্রীমঙ্গলের কিছু জায়গায় তাপমাত্রা বেশি কমে যায়। এ প্রবণতা এখন তেঁতুলিয়া ও বাগেরহাটের দিকে আছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































