Apan Desh | আপন দেশ

আমিরাতে ‘রেঞ্জ রোভার’ গাড়ি  জিতলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৩০, ৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১৪, ৫ অক্টোবর ২০২৫

আমিরাতে ‘রেঞ্জ রোভার’ গাড়ি  জিতলেন বাংলাদেশি

ছবি : আপন দেশ

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে একের পর এক ভাগ্য বদল হচ্ছে বাংলাদেশিদের। কয়েক দিন আগেই ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি) জিতেছেন একজন প্রবাসী বাংলাদেশি। এবার দামি গাড়ি জিতলেন আরেক বাংলাদেশি।

এবারের ভাগ্যবান বাংলাদেশির নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী। তিনি বর্তমানে শারজাহ শহরে বসবাস করেন। বিগ টিকিটে ‘ড্রিম কার’ পুরস্কার জিতে তিনি পাচ্ছেন একদম নতুন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

৪৩ বছর বয়সী নবী ২৫ বছর ধরে আমিরাতে রয়েছেন। তিনি একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন। তিনি দীর্ঘদিন ধরে ১০ সদস্যের একটি দলের হয়ে বিগ টিকিট কিনে আসছিলেন। তবে এবার একাই ড্রিম কার সিরিজে অংশ নেন এবং তাতেই বাজিমাত! গত ১৮ সেপ্টেম্বর কেনা টিকিট তাকে এনে দিয়েছে দামি গাড়ি।

আরও পড়ুন<<>>আজ বিশ্ব শিক্ষক দিবস

অভিজ্ঞতা জানাতে গিয়ে নবী বলেন, খবরটা পাওয়ার সময় আমি ভীষণ খুশি হই। এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করবো তা এখনো ভাবিনি। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।

নবী একাই থাকেন শারজাহতে, তার পরিবার রয়েছে বাংলাদেশে।

এর আগে, একই ড্রতে শারজাহতেই বসবাসরত আরেক বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নূর নবি সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়