Apan Desh | আপন দেশ

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১০:৫৪, ১৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড

ফাইল ছবি

উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ বদলের বিষয়ে আলোচনা হয় আইসিসির বৈঠকে। তবে এ সম্ভাবনায় পানি ঢালে আইরিশরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ফলে টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়েছে এমন কোনো দলের সঙ্গে গ্রুপ অদল-বদলের গুঞ্জন ওঠে। সম্ভাব্য দল হিসেবে আয়ারল্যান্ড এবং তাদের গ্রুপ ‘সি’তে ভাবা হচ্ছিল বাংলাদেশকে। অর্থাৎ, আয়ারল্যান্ডও গ্রুপ পাল্টে বাংলাদেশের জায়গায় ‘বি’-তে খেলবে। কিন্তু এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। 

ঢাকায় বিশ্বকাপ ইস্যুতে বৈঠক করেছে বিসিবি ও আইসিসি। পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷

এরপরই ক্রিকেট আয়ারল্যান্ড বিশ্বকাপে তাদের গ্রুপ পরিবর্তন হবে না বলে আইসিসির কাছ থেকে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছে। বিশ্ব ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করে ক্রিকবাজকে সিআই–এর এক মুখপাত্র জানিয়েছেন, (বিশ্বকাপে) আমাদের নির্ধারিত সূচির পরিবর্তন হবে না বলে সুনির্দিষ্ট নিশ্চয়তা পেয়েছি। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ খেলতে যাচ্ছি।

আরও পড়ুন<<>>আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠকে নিজেদের অনড় অবস্থান জানালো বিসিবি

বিশ্বকাপের সূচিতে আয়ারল্যান্ডের সব ম্যাচের ভেন্যু লঙ্কান ভূমিতে নির্ধারিত হয়েছে। গ্রুপ ‘সি’–তে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমান। আর সূচি অনুসারে ভারতের কলকাতায় বাংলাদেশের তিনটি গ্রুপপর্বের ম্যাচ এবং আরেকটি মুম্বাইয়ে হওয়ার কথা। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং নেপাল, ইতালি। 

গ্রুপ-সংক্রান্ত বিষয় ছাড়াও আইসিসির সভায় আলোচনা প্রসঙ্গে বিসিবি বলছে, আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এ সভায়। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় ‍উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়