ছবি: আপন দেশ
ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বিপিএলের দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে পরাজিত করে শেষ চারের টিকিট পেল রংপুর। এ হারের মধ্য দিয়ে লিগ পর্ব থেকেই বিদায় নিল ঢাকা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা আগে ব্যাট করতে পাঠায় রংপুরকে। ব্যাট হাতে দারুণ সূচনা পায় রংপুর রাইডার্স। ওপেনিংয়ে ডেভিড মালান ও তাওহিদ হৃদয় কার্যকরী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।
পাওয়ারপ্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তোলে। সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান দুজনই। ঢাকার বোলারদের ওপর চাপ বাড়িয়ে ফিফটি পূর্ণ করেন মালান ও হৃদয়।
এ জুটিতে আসে ১২৬ রান। ৪৯ বলে ৭৮ রান করে প্রথমে বিদায় নেন ডেভিড মালান। এরপরও ইনিংস টেনে নেন তাওহিদ হৃদয়। দলীয় ১৫৯ রানের মাথায় ৪৬ বলে ৬২ রান করে আউট হন তিনি।
দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা ছন্দ হারালেও তিন নম্বরে নেমে কাইল মেয়ার্স ১৬ বলে ২৪ রান করেন। খুশদিল শাহ ৭ বলে ৬ রান যোগ করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর।
ঢাকার পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মারুফ মৃধা।
১৮২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ঢাকাও আক্রমণাত্মক শুরু করে। উসমান খানের ব্যাটে দ্রুত রান তুললেও অন্য ওপেনার আব্দুল্লাহ আল মামুন গোল্ডেন ডাক মেরে ফিরে যান।
১৮ বলে ৩১ রান করে উসমান খান আউট হলে আবার চাপে পড়ে ঢাকা। তিনে নেমে সাইফ হাসান ৬ বলে ১২ রান করে বিদায় নেন। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৫৩ রান ছিল ঢাকার।
আরও পড়ুন <<>> বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ফিফা সভাপতি
এরপর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। সাব্বির রহমান ৯ বলে ৮ রান করে ফিরলে রানের গতি আরও কমে যায়। মাঝের ওভারগুলোতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারী জুটি গড়ার চেষ্টা করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি।
মিঠুন ২৯ বলে ২৫ রান আর শামীম করেন ১১ বলে ১০ রান।
শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ঢাকা। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৫ রান।
১৯তম ওভারের প্রথম বলেই ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। ওই ওভারে আসে মাত্র ৪ রান। শেষ ওভারে ৩১ রান দরকার হলেও ঢাকা তুলতে পারে ১৯ রান। ৩০ বলে ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সাইফউদ্দিন।
৭ উইকেটে ১৭০ রানেই থামে ঢাকার ইনিংস। ফলে ১১ রানের জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স।
রংপুরের বোলিংয়ে নাহিদ রানা ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ শিকার করেন ২ উইকেট। একটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও রাকিবুল হাসান।
এ জয়ের ফলে প্লে-অফের চার দল চূড়ান্ত হয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্স খেলবে পরের রাউন্ডে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































