Apan Desh | আপন দেশ

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪১, ১৪ জানুয়ারি ২০২৬

ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়

ছবি : আপন দেশ

চলতি বছরেই মাঠে গড়াচ্ছে ফিফা বিশ্বকাপ। এবারই প্রথম সর্বোচ্চ ৪৮টি দল ফুটবরের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে অংশগ্রহণ করবে। এবারের  আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মাঠের লড়াই শুরুর আগে ভ্রমণে বেড়িয়েছে ট্রফি। তারই অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয় ট্রফি।

ভক্তদের সোনালি ট্রফি কাছ থেকে দেখার সুযোগ দিতেই ফিফা এ উদ্যোগ নিয়েছে। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে ঢাকায় এসেছে। এদিন দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না।

‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসাবে এবার ঢাকায় এসেছে বিশ্বকাপ ট্রফি। এর সঙ্গে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

আরও পড়ুন<<>>বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

সংক্ষিপ্ত সফরে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান পাকিস্থান ও ভারত হয়ে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছায়।

তবে হতাশার কথা হলো এবারও সাধারণ দর্শকদের আশা পূরণ হচ্ছে না। ২০২২ সালের মতো কনসার্ট বা কোনো প্রদর্শনী হবে না। শুধুমাত্র কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

তবে এক সূত্রে জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে থাকতে পারেন। ঘরোয়া লিগের খেলা চলায় অন্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্বকাপ ট্রফি এবার ৭৫টি দেশ ঘুরবে। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের বিশাল বিশ্বকাপের আগে এ বিশ্বভ্রমণ। ঢাকায় মাত্র একদিনের ঝটিকা সফর শেষে ট্রফি উড়াল দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়