Apan Desh | আপন দেশ

ক্রিকেটকে বিদায় বলছেন ৮ বিশ্বকাপ জয়ী হিলি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১৩ জানুয়ারি ২০২৬

ক্রিকেটকে বিদায় বলছেন ৮ বিশ্বকাপ জয়ী হিলি

অ্যালিসা হিলি। ছবি : সংগৃহীত

আট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যালিসা হিলি। দলকে দিয়েছেন নেতৃত্ব। তা ছাড়া ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড। তবে এবার তিনি থামছেন।

উইলো টক পডকাস্টে হিলি জানান, ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চান। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি–মার্চে।

হিলি বলেন, ‘মিশ্র অনুভূতি নিয়ে বলছি, ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ হবে আমার শেষ সিরিজ। আমি এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে উৎসাহী। তবে আগের মতো প্রতিযোগিতামূলক মানসিকতায় নেই। তাই মনে হচ্ছে এখন থামার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে ও জিততে ভালোবাসি। তবে সে তাড়না এখনো হারাইনি।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ তাই বলেন, ‘অ্যালিসা সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মাঠের ভেতরে ও বাইরে তার অনেক অবদান আছে।’

আরও পড়ুন : আইসিসির ছেলেমানুষি আচরণ, শেষ পর্যন্ত কী করবে বাংলাদেশ 

অস্ট্রেলিয়ার হয়ে হিলি জিতেছেন ৬টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে বিশ্বকাপ। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন ১২৩ ওয়ানডে। রান করেছেন ৩ হাজার ৫৬৩। টি-টোয়েন্টিতে ৩ হাজার ৫৪ রান করেছেন ১৬২ ম্যাচে।
 
তা ছাড়া ২০১৮ ও ২০১৯ সালে টি-টুয়েন্টিতে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারও হন অ্যালিসা হিলি।

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়