Apan Desh | আপন দেশ

আইসিসির ছেলেমানুষি আচরণ, শেষ পর্যন্ত কী করবে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ১৩ জানুয়ারি ২০২৬

আইসিসির ছেলেমানুষি আচরণ, শেষ পর্যন্ত কী করবে বাংলাদেশ 

ছবি : সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ২ দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে চিঠির জবাবে ‘ছেলেমানুষি’ পরামর্শ দিয়েছে আইসিসি।

সোমবার (১২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির সে পরামর্শের কথা জানান।

উগ্র হিন্দুত্ববাদীদের আন্দোলনের পর নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়। বিসিবিও ক্রিকেটাদের নিরাপত্তার কথা চিন্তা করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানো চিন্তা করেছে। বাংলাদেশের প্রশ্ন, যদি একজন ক্রিকেটাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ভারত, তাহলে পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবে?

এ শঙ্কা থেকেই বাংলাদেশ চেয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে। শ্রীলঙ্কায় ভেন্যু চেয়ে আইসিসিকে একাধিক চিঠিও পাঠানো হয়।

এর মধ্যেই আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি ই-মেইল পাঠায়। চিঠিটি হাতে পায় বিসিবি। চিঠিতে বাংলাদেশ দলের ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে।

আইসিসি জানায়, পুরো বিশ্বকাপজুড়েই ‘মাঝারি’ঝুঁকি রয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’। বিশেষ করে মোস্তাফিজ দলে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উল্লেখ করা হয়। পরিস্থিতি জটিল হওয়ার কারণ ধর্মীয় উগ্রবাদ।

তবে ম্যাচ ভেন্যু—কলকাতা ও মুম্বাইয়ে—বাংলাদেশ দলের ঝুঁকি ‘মাঝারি’ বলা হয়েছে। যদিও ভারতীয় বোর্ডও বলেছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে।

চিঠিতে বলা হয়, সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন বাংলাদেশি সমর্থকরা। জার্সি পরে বা ছোট দলে মাঠে গেলে তাদের ঝুঁকি ‘মাঝারি থেকে উচ্চ’ হতে পারে। কোনো সহিংসতা ঘটলে তা বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে আইসিসি।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার কথাও উঠে এসেছে। নির্বাচন যত এগিয়ে আসবে ঝুঁকির মাত্রা তত বাড়বে বলা হয়েছে।

চিঠির শেষে বলা হয়, দুই বোর্ডের নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনায় আছে। বিসিবির মতামতও চাওয়া হয়েছে।

আরও পড়ুন : ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

বিসিবিও স্বীকার করেছে, এটি আইসিসি ও বিসিবির অভ্যন্তরীণ যোগাযোগ। তবে ভেন্যু বদলের অনুরোধের এখনো আনুষ্ঠানিক জবাব আসেনি।

অর্থাৎ, বাংলাদেশ ভারতে নিরাপত্তা ঝুঁকি দেখছে। আইসিসি করছে শুধু কাগুজে মূল্যায়ন। এ টানাপোড়েনেই এখন ঝুলে আছে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ।

আপন দেশ/এসএস/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়