উসমান খাজা
ব্যাড-প্যাড তুলে রাখার ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার উসমান খাজা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন এ অজি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম অ্যাশেজ টেস্টই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এটি হবে তার ৮৮তম টেস্ট। ম্যাচটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এখানেই শুরু হয়েছিল তার প্রথম শ্রেণির ক্রিকেট জীবন।
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে সতীর্থদের সিদ্ধান্তটি জানান। তার টেস্ট ক্যারিয়ার শুরু হয় ২০১১ সালে। রিকি পন্টিং চোটে পড়ায় সুযোগ পান তিনি। ১৫ বছরের ক্যারিয়ারে টেস্টে তার রান ছয় হাজারের বেশি।
অবসর ঘোষণার সময় আবেগাপ্লুত কণ্ঠে খাজা বলেন, আমি এসসিজির কাছেই থাকতাম। কুক রোডে। ছোটবেলায় একদিন মাইকেল স্ল্যাটারকে লাল ফেরারিতে যেতে দেখে ভাবতাম, একদিন আমি টেস্ট ক্রিকেটার হব। তখন আমাদের পরিবার খুব কষ্টে চলত। কখনো ভাবিনি আল্লাহ আমাকে এমন স্বপ্ন পূরণের সুযোগ দেবেন।
আরও পড়ুন<<>>আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খেলার সূচি
এরপর তিনি বলেন, আজ আমি জানাচ্ছি, এসসিজি টেস্টের পর আমি সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
পাকিস্তানে জন্ম নেয়া খাজা অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান–জন্ম নেয়া ও প্রথম মুসলিম টেস্ট ক্রিকেটার। তিনি বলেন, আমি একজন গর্বিত মুসলিম ছেলে, যার রঙটা ভিন্ন (অস্ট্রেলিয়ানদের থেকে)। আমাকে বলা হয়েছিল, আমি কখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব না। আজ আমাকে দেখো।
ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট খাজা শেষবারের মতো মাঠ ছাড়ার আগে বলেন, শেষবার মাঠ ছাড়ার সময় আমি কৃতজ্ঞতা আর শান্তি নিয়ে যাব। সালাম। আমার স্বপ্ন বাঁচতে দেয়ার জন্য ধন্যবাদ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































