ছবি: সংগৃহীত
ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে টাইব্রেকারে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের আলি স্টেডিয়ামে নাটকীয় ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচে ১-১ সমতা ছিল। পরে পেনাল্টি শুটআউটে দুই এক ব্যবধানে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা। এ জয়ের নায়ক গোলরক্ষক মাতভেই সাফানভ। অবিশ্বাস্য দৃঢ়তায় টাইব্রেকারে চারটি শট ঠেকান এ রুশ গোলরক্ষক।
ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি। এরপর কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় শিরোপা ভাগ্য।
আরও পড়ুন<<>>মেসিকে ১৫ কোটির বিরল ঘড়ি উপহার
টাইব্রেকারে নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। সাউল নিগেসের নেয়া দ্বিতীয় শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি।
ফিফা দ্য বেস্ট জেতার ২৪ ঘণ্টা পর টাইব্রেকার মিস করেছিলেন উসমান দেম্বেলে। নিজের শট উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর হয়ে দ্বিতীয় শট নিতে আসা পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায় পিএসজি।
লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শটও ঠেকিয়ে দিলে শিরোপা জয়ের উৎসবে মাতে পিএসজি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































