 
										ছবি : আপন দেশ
প্রবাসী ফুটবলার হামজা চৌধুরি, সামিত সোম এবং ফাহমিদুল ইসলামের আগমনে দেশের ফুটবল নতুন করে জেগে উঠেছে। ঠিক এমন সময় একর পর এক দুঃসংবাদ আসছে ঘরোয়া ফুটবলে। নিষেধাজ্ঞার খড়গে পড়ছে ক্লাবগুলো। তারই ধাবাহিকতায় এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) নিষেধাজ্ঞা পেয়েছে ঢাকা মোহামেডান। ঐতিহ্যবাহী ক্লাবটির খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা।
এরআগে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফিফা আনুষ্ঠানিকভাবে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে।
ঘটনার সূত্রপাত ২০২২-২৩ মৌসুমে। ওই সময় মোহামেডানের জার্সি গায়ে খেলেছিলেন ইরানি ফুটবলার মাইসেম শাহ জাদেহ। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ায় তিনি ফিফার কাছে অভিযোগ জানান। প্রাথমিক তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হয় এবং ফিফা ক্লাবটির ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে মোহামেডান দেশীয় ও আন্তর্জাতিক ফুটবলে নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না—যতদিন না তারা মাইসেমের বকেয়া পরিশোধ করছে।
আরও পড়ুন<<>>আজ বাংলাদেশের সামনে ‘লজ্জা’ এড়ানোর চ্যালেঞ্জ
বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেনসের পর এবার মোহামেডানও একই সমস্যায় পড়ল। অথচ ঠিক কয়েক মাস আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ট্রফি হাতে উল্লাস করেছিল এ ক্লাব। সে আনন্দ এখন পরিণত হয়েছে প্রশাসনিক সংকটে।
ফিফা পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনো মাইসেম শাহ জাদেহের আর্থিক বকেয়া পরিশোধ করেনি। তাই বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের খেলোয়াড় নিবন্ধন নিষিদ্ধ থাকবে।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে মোহামেডান শুধু একটি ক্লাব নয়, বরং এক আবেগের নাম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মাঠের সাফল্যের পাশাপাশি প্রশাসনিক অদক্ষতা ও আর্থিক বিশৃঙ্খলাও যেন ছায়া ফেলেছে ঐতিহ্যের ওপর। এখন প্রশ্ন একটাই—বকেয়া পরিশোধ করে কত দ্রুত তারা এ সংকট কাটিয়ে উঠতে পারে?
কারণ এ নিষেধাজ্ঞা যতদিন থাকবে, নতুন মৌসুমে দল গঠন থেকে শুরু করে খেলোয়াড় ব্যবস্থাপনা—সবই থমকে যাবে।
মোহামেডান কি পারবে নিজেদের পুরোনো সম্মান ফিরিয়ে আনতে, নাকি প্রশাসনিক ভুলে আরও একবার ইতিহাস হারাবে—সেটাই এখন সময়ের অপেক্ষা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































