ছবি: বাফুফে
প্রায় সাড়ে তিন মাস পর আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। শুক্রবার (২৪ অক্টোবর) থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন লাল-সবুজের মেয়েরা। থানবুড়ি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।
শেষবার বাংলাদেশ নারী দল মাঠে নেমেছিল গত জুলাইয়ে, এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর দীর্ঘবিরতি শেষে আবারও আন্তর্জাতিক লড়াইয়ে নামছে তারা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ব্যাংককের রম সাই ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে দলের দ্বিতীয় অনুশীলন সেশন। সেখানে কৌশলগত প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনার চূড়ান্ত অনুশীলনে অংশ নেন খেলোয়াড়রা।
অনুশীলন শেষে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা চোখে পড়েছে স্পষ্টভাবে। দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, জয় বা পরাজয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক দৃঢ়তা। আমি মাঠে আমার মেয়েদের লড়াকু মানসিকতা দেখতে চাই।
আরও পড়ুন<<>>কার নেতৃত্বে শততম টেস্ট খেলবেন মুশফিক?
গোলকিপিং কোচ মাসুদ আহাম্মদ উজ্জ্বল বলেন, থাইল্যান্ডে আজ (গতকাল) আমাদের দ্বিতীয় দিনের অনুশীলন শেষ হয়েছে। মেয়েরা কোচের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করার চেষ্টা করছে। আমরাও কোচিং স্টাফ হিসেবে তাদের টেকনিক্যাল ও টেকটিক্যাল দিক থেকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।
বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অস্ট্রেলিয়ান ফিজিও ক্যামেরন লর্ডকে নিয়োগ দিয়েছে বাফুফে। স্পোর্টস সায়েন্সে পিএইডি করা এ অস্ট্রেলিয়ান এরই মধ্যে যোগ দিয়েছেন থাইল্যান্ডে থাকা দলের সঙ্গে। কোচ পিটার জেমস বাটলার আফঈদা-মনিকাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির জন্য অনেক দিন ধরেই বিদেশি ও অভিজ্ঞ একজনকে কোচিং স্টাফে চাইছিলেন। লর্ড আসায় তার সে চাওয়া পূরণ হলো।
ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ড (৫৭) বাংলাদেশের (১০৪) চেয়ে অনেক এগিয়ে। দুইদলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে থাইল্যান্ড। দুই দল এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে-২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে। যেখানে বাংলাদেশ হেরেছিল ০-৯ গোলে। তবে সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। এখনকার বাংলাদেশ দল অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞদের সঙ্গে তরুণদের ভারসাম্যপূর্ণ সংমিশ্রণে গড়া।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































