মুশফিকুর রহিম
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মুশফিকুর রহিম একেবারে ক্রিকেট ছেড়ে দেননি। সাদা পোশাকে আরও কিছু দিন দেখা যাবে দেশের অন্যতম সেরা এ উইকেটরক্ষক ব্যাটারকে। ফিট থাকলে ঘরের মাঠেই শততম টেস্ট খেলবেন তিনি। এরইমধ্যে ৯৮ টেস্ট খেলা হয়ে গেছে তার।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামার অপেক্ষায় মুশফিক, তার এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনেরও ভাবনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে সে ম্যাচে টস করতে কে নামবেন সেটাই এখনো অজানা! কারণ শ্রীলঙ্কা সফরের পর টেস্ট অধিনায়কের পদ থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, এ মুহূর্তে তাই বাংলাদেশের কোনো টেস্ট অধিনায়ক নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টির ব্যস্ততাই বেশি, এ বছর ওয়ানডের সংখ্যাও কম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত মাত্র দুটো ম্যাচই খেলেছে বাংলাদেশ, পরের ম্যাচ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। এ মুহূর্তে তাই টেস্ট অধিনায়ক নিয়ে তাই তাড়াহুড়ো করতে চাইছেন না বিসিবির শীর্ষ কর্মকর্তারা। পুরনোদের কাউকেই চাইছেন রাজি করাতে।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, এ ব্যাপারটা নিয়ে আমরা ভাবনা-চিন্তা করছি। ক্রিকেট পরিচালনা বিভাগ কাজ করছে। আমরা চারজনের সঙ্গে কথা বলব, তারপর একটা সিদ্ধান্ত নেব।
লিটন দাস টি-টোয়েন্টি অধিনায়ক, মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অধিনায়ক; এরপর টেস্টে যদি আরেকজনকে অধিনায়ক করা হয় তাহলে তিন সংস্করণে তিনজন অধিনায়ক হবে বাংলাদেশের। তিন সংস্করণে তিন অধিনায়ক সূত্র থেকে অনেকটাই সরে এসেছে বিশ্বের বেশিরভাগ দল।
আরও পড়ুন<<>>ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে ১৭৯ রানে জয় বাংলাদেশের
ভারতীয় দলও রোহিত শর্মাকে সরিয়ে শুবমান গিলকে টেস্টের পর ওয়ানডে অধিনায়ক করে অস্ট্রেলিয়া পাঠাল, এজন্যই যে কোচ গৌতম গম্ভীর মনে করেন একেক সংস্করণে একেক অধিনায়ক খেলোয়াড়দের ভেতর বাড়তি সংশয়ের জন্ম দেয়। পাকিস্তান অবশ্য সর্বশেষ শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদি ও সালমান আগাকে তিন ফরম্যাটে অধিনায়ক করেছে।
বিসিবি সভাপতি জানিয়েছেন, অধিনায়কত্ব নিয়ে লিটন, মিরাজ, শান্ত আর মুমিনুল হকের সঙ্গে কথা বলা হবে। মুমিনুল হক এরই মধ্যে না করে দিয়েছেন বলেই জানা গেছে।
বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায় সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে দলের সঙ্গে যোগ করা হচ্ছে, এমন খবর চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, আশরাফুলকে নিয়োগ দেয়ার কোনো সিদ্ধান্তই হয়নি। একই সঙ্গে জানিয়েছেন শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অংশগ্রহণের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজের আরেকটি দল পাকিস্তান।
ফাহিম বলেছেন, আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। আমরা খেলতে যাওয়ার জন্য ইতিবাচক। আমরা তো দ্বিপক্ষীয় সিরিজ বেশি খেলি, টুর্নামেন্ট খেলা হয় কম। টুর্নামেন্টে সব ম্যাচই গুরুত্বপূর্ণ, এটা খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতার মান বাড়াবে। তবে ফাহিম এটাও জানিয়েছেন সময়টা বড্ড কম, আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের পর বিপিএল শুরুর আগে ছোট্ট একটা উইন্ডো আছে। এ সময়টায় ত্রিদেশীয় সিরিজটা আয়োজন হলে বাংলাদেশ খেলতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































