Apan Desh | আপন দেশ

ফিফা নারী রেফারি হচ্ছেন বাংলাদেশের তহুরা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৮, ৫ অক্টোবর ২০২৫

ফিফা নারী রেফারি হচ্ছেন বাংলাদেশের তহুরা

সারাবান তহুরা

বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়া চাকিমা। এবার আরও এক বাংলাদেশি নারী ফিফার রেফারি হতে যাচ্ছেন। তার নাম সারাবান তহুরা। এরইমধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শনিবার (০৪ অক্টোবর) দ্বিতীয়বার ফিটনেস টেস্টেও পাস করেছেন তহুরা। প্রথম ফিটনেস টেস্টে ছিলেন না দেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা। দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি।

বাংলাদেশে নারী ফিফা রেফারি ও সহকারী নারী ফিফা রেফারির কোটা একটি। সারাবান তহুরা ফিফা রেফারি ও সালমা আক্তার মনি সহকারী নারী ফিফা রেফারি হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন<<>>চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বাফুফে ২০২৬ সালের জন্য নির্বাচিত রেফারি-সহকারী রেফারিদের তালিকা পাঠাবে ফিফায়। যাচাই-বাছাই করে ফিফা আনুষ্ঠানিক অনুমোদন দিলেই তহুরারা ব্যাজ পাবেন। বাফুফের সকল যোগ্যতা-শর্ত সম্পন্ন হওয়ায় নারী ফিফা রেফারি হওয়াটা তহুরার জন্য সময়ের অপেক্ষা মাত্র।

জয়া চাকমার পর সারাবান তহুরা বাংলাদেশের দ্বিতীয় নারী ফিফা রেফারি হতে যাচ্ছেন। রেফারিংয়ের পাশাপাশি বাংলাদেশ নারী খো খো দলের অধিনায়কও তিনি। ২০২১ সাল থেকে তিনি রেফারিং শুরু করেন। পাশাপাশি সানবীমস স্কুলে শিক্ষকতা করছেন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরীক্ষায় পাস করতে না পেরে জয়ার মন একটু খারাপ। তারপরও তহুরাকে অভিনন্দন জানিয়ে স্টেডিয়াম ছাড়তে ছাড়তে বলেন, ‘আসলে পিঠে ও নাকে চোটের কারণে ফিফা রেফারি পরীক্ষায় পাস করতে পারিনি। গত জুলাইয়ে অপারেশন হয়েছিল। পুরোপুরি ফিটনেস আসেনি। এখন আগামী বছর অপেক্ষা ছাড়া উপায় নেই। নতুন সারাবন তহুরা ভালো রেফারি। ও সামনে ভালো করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়