Apan Desh | আপন দেশ

চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ৪ অক্টোবর ২০২৫

চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ফাইল ছবি

এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে এরইমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। কুড়ি ওভারের সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই। তার আগে চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শুক্রবার (০৩ অক্টোবর) রাতে বিসিবি ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের তুলনায় দলে মাত্র দুই পরিবর্তন এসেছে। চোটের কারণে লিটন কুমার দাস দলে নেই। আর বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন।

সবচেয়ে বড় চমক হলো, ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার সাইফ হাসান প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। সম্প্রতি টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে থাকা সাইফ দলের ব্যাটিং গভীরতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, তিন বছরের বেশি সময় পর ওয়ানডে খেলবেন এ  উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া দুই মাসের বেশি সময় পর ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলের বাইরে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিরছেন। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দলে আছেন।

আরও পড়ুন<<>>টানা চার সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের 

অন্যদিকে, চোটের কারণে অভিজ্ঞ ব্যাটার লিটন দাস পুরো সফর থেকে ছিটকে গেছেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পাঁচ ক্রিকেটার ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন। বাঁহাতি ওপেনার নাঈম শেখ এখনও ভিসার অপেক্ষায় রয়েছেন। এছাড়া টি-টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও ভিসা জটিলতার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, দ্বিতীয় ১১ অক্টোবর এবং তৃতীয় ১৪ অক্টোবর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রতিটি ওয়ানডে ম্যাচ। 

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়