Apan Desh | আপন দেশ

মারুফার বোলিংয়ে মুগ্ধ লাসিথ মালিঙ্গা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ৩ অক্টোবর ২০২৫

মারুফার বোলিংয়ে মুগ্ধ লাসিথ মালিঙ্গা 

বাংলাদেশি বোলার মারুফা আক্তার ও শ্রীলঙ্কার সাবেক বোলার লাসিথ মালিঙ্গা

পাকিস্তানকে উড়িয়ে চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ৭ উইকেটের বিশাল জয়ে দারুন ভূমিকা রয়েছে মারুফা আক্তারের। ৩১ রানে ২ উইকেট নেয় এ পেসারের একটি ডেলিভারি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে ক্রিকেট দুনিয়ায়, যা নজর এড়ায়নি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার।

ম্যাচের প্রথম ওভারে চমৎকার দুটি ডেলিভারিতে পরপর দুই উইকেট নিয়ে পাকিস্তানিদের কোমর ভেঙে দেন মারুফা আক্তার। পঞ্চম বলে ভেতরে ঢোকানো দারুণ ডেলিভারিতে ওমাইমা সোহেলকে বোল্ড করে দেন। পরের বলে আরেকটি চমৎকার ডেলিভারিতে ব্যাটে লেগে বোল্ড হন দারুণ ছন্দে থাকা ব্যাটার সিদরা আমিন। তবে তার সে পঞ্চম বলটি নিয়েই যত আলোচনা চলছে ক্রিকেট দুনিয়ায়।

আরও পড়ুন<<>>পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

মেয়েদের ক্রিকেটে এমন ইনসুইং ডেলিভারি রীতিমতো বিরল। বাংলাদেশের পুরুষ ক্রিকেটেও সচরাচর দেখা যায় না। মারুফায় মুগ্ধ লাসিথ মালিঙ্গা তার সে ডেলিভারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘নিখুঁত দক্ষতা। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এ টুর্নামেন্টের সেরা ডেলিভারি। মারুফাও সে পোস্টে কমেন্ট করে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এ ইয়র্কার সম্রাটকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়