Apan Desh | আপন দেশ

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২০, ২ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। কলম্বোতে টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। মারুফা-স্বর্ণাদের বোলিং তোপে ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানার দল।

নারীদের ওয়ানডে বিশ্বকাপে শুরুতেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে নিগার সুলতানারা।

৭ রানে ফারজানা হক (২) ফিরলে শুরুর ধাক্কা সামাল দেন অভিষিক্ত রুবাইয়া হায়দার। অভিষেকেই ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত ৭৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ইনিংসে ছিল ৮টি চারের মার। 

রুবাইয়া দ্বিতীয় উইকেটে শারমিনকে নিয়ে ২৮ রান যোগ করেন। তার পর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে যোগ করেন আরও ৬২ রান। নিগার ২৩ রানে ফিরলে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে পরে নিশ্চিত করেন অসাধারণ একটি জয়। সোবহানা মোস্তারি ১৯ বলে ২৪ রানের ঝড়ো ব্যাটিং করেন। তার ইনিংসে ছিল ৬টি চারের মার। 

মারুফা আক্তারের জোড়া ধাক্কা দিয়ে শুরু, এরপর স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তারের ঘূর্ণি জাদুতে অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান নারী ক্রিকেট দল। টাইগ্রেস বোলারদের দাপটে কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ৩৮.৩ ওভারেই সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে অলআউট হয়েছে।

ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন পেসার মারুফা আক্তার। তার সুইং ও গতিতে কেঁপে ওঠে পাকিস্তানের টপ অর্ডার। প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করার পর পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এ ডানহাতি পেসার। দুই ব্যাটারই রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন।

২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে এরপর টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তবে বড় হতে থাকা এ জুটি ভেঙেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফেরার পর রামিন শামিমও (৩৯ বলে ২৩ রান) নাহিদাকে ফিরতি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

দলীয় ফিফটির আগেই ৪ উইকেট হারানোর পর মিডল অর্ডার ব্যাটার সিধরা নাওয়াজকে (২০ বলে ১৫ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া খান, এতে পাকিস্তানের বিপদ আরও বাড়ে। লোয়ার মিডল অর্ডারে ফাতিমা সানা (৩৩ বলে ২২) ও শেষদিকে ডায়ানা (২২ বলে অপরাজিত ১৬) চেষ্টা করলেও রানের গতি বাড়াতে পারেননি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান এসেছে রামিন শামিমের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে সেরা নৈপুণ্য দেখিয়েছেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার, ৫ রানে তিনি শিকার করেছেন ৩টি মূল্যবান উইকেট। এ ছাড়া ইনিংসের শুরুতে জোড়া আঘাত হানা মারুফা এবং মাঝের ওভারে ব্রেকথ্রু এনে দেয়া নাহিদা আক্তার পেয়েছেন দুইটি করে উইকেট। বাকি উইকেটগুলো ভাগ করে নিয়েছেন নিশিতা নিশি, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়