
ছবি : আপন দেশ
বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জিতেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশের কারাতেকা তোয়াহা আবদুল্লাহ বিন কামাল। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের ক্রাউলি শহরে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়নের আয়োজনে কুমি ইভেন্টে স্বর্ণ এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি।
আরও েপড়ুন<<>>দুই দশক পর সাঁতারে এজিএম
এছাড়া বাংলাদেশের ইব্রাহিম একটি রুপা জেতেন। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ সদস্যের ল কাতা ও কুমির সাতটি ইভেন্টে অংশ নেয়।
এ টুর্নামেন্টে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন সেরা ৩০ জন কারাতে কোচকে সম্মাননা দিয়েছেন। যার একজন বাংলাদেশের মোহাম্ম কামাল উদ্দিন জ্যাকি (ব্ল্যাকবেল্ট সপ্তম ড্যান)। যিনি আগে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এবং দেশের কারাতে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।