Apan Desh | আপন দেশ

বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে আগুন, আতঙ্কে জামালরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ টিম হোটেলের পাশের ভবনে আগুন, আতঙ্কে জামালরা

ছবি: সংগৃহীত

নেপালে সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে। এর ফলে সেখানে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরমধ্যে আবার কাঠমান্ডুর যেখানে বাংলাদেশ ফুটবল দল অবস্থান করছে, সে হোটেলের কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।

এতে খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সবাই হোটেলে নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছেন, যাতে তিনি বলেছেন,এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা? ভিডিওতে জামালকে আতঙ্কিত অবস্থায় কথা বলতে দেখা যায়।

আরওপড়ুন<<>>দেশে ফেরা অনিশ্চিত বাংলাদেশ দলের

নেপালে কয়েকদিন ধরে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চলছে। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সোমবার (০৮ সেপ্টেম্বর) পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

এর আগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে এবং পার্লামেন্ট ভবনে ঢুকে বিক্ষোভকারীরা সেখানে আগুন দেন বলে খবর পাওয়া যায়। এ পরিস্থিতির কারণে বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়।

উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলতে বুধবার (০৩ সেপ্টেম্বর) নেপালে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পরে শনিবার (০৬ সেপ্টেম্বর) প্রথ ম্যাচে গোলশূন্য ড্র করে জামাল ভূঁইয়ারা। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়