
ছবি: সংগৃহীত
নেপালে সরকারবিরোধী আন্দোলনের ঘটনায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশটিতে। এর ফলে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেয়ার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সেজন্য আজ দেশে ফেরা অনিশ্চিত বাংলাদেশ দলের।
মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আরওপড়ুন<<>>এশিয়ার সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান
এর আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচ বাতিল হওয়ায় আজ বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তার সবুজ সংকেত না পেয়ে হোটেল থেকেই বের হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল।
উল্লেখ্য, নেপালের ‘জেন-জি’ তরুণদের আন্দোলনে বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী কাঠমান্ডু। সর্বশেষ তথ্যমতে, এখন পর্যন্ত আন্দোলনে ২০ জন নিহত হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।
শনিবার (০৬ সেপ্টেম্বর) প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর নেপালে বিক্ষোভ ভয়াবহ রূপ ধারণ করতে থাকলে ম্যাচ বাতিল করে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। সেজন্য একদিন আগেই দেশে ফিরতে চেয়েছিল জামাল-রাকিবরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।