Apan Desh | আপন দেশ

মেসিকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ১৯ আগস্ট ২০২৫

মেসিকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আর্জেন্টিনার

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলার জন্য নতুন করে সাজানো ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যার নেতৃত্বে আছেন লিওনেল মেসি। আগামী সেপ্টেম্বরে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

মেসির পাশাপাশি দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভা রয়েছেন। তারা হলেন- ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। প্রথমবারের মতো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজকেও ডাক দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

আগামী ০৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১০ সেপ্টেম্বর গায়াকিল ভ্রমণ করে ইকুয়েডরের বিপক্ষে খেলবে স্ক্যালোনি শিষ্যরা।

উল্লেখ্য, ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট বেশি তাদের। তিনে রয়েছে ব্রাজিল।

আরওপড়ুন<<>>এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা!

আর্জেন্টিনা দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়