
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্যারিয়ারের শেষের প্রান্তে পৌঁছে গেছেন। এখনও তার পায়ের যাদু এতটুকু কমেনি। ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগেও দাপট দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও ঝলক দেখালেন সিআর সেভেন।
এবার নিজের দেশ পর্তুগালের ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করলেন রোনালদো। শুক্রবার (০৮ আগস্ট) তার হ্যাটট্রিকে আল নাসরও জিতল ৪-০ গোলে। আর ম্যাচ জিতে সমর্থকদের ‘এক্স’-এ বার্তা দিলেন রোনালদো।
তিনি লিখেছেন, চেষ্টা চালিয়ে যাও, আরও অনেক কিছু করার বাকি আছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সে পোস্ট।
১৫ মিনিটে সিমাকানের গোলে এগিয়ে গিয়েছিল আল নাসের। ৪৪ মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। পর্তুগাল জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স যোগ দিয়েছেন আল নাসরে। তার অসাধারণ অ্যাসিস্টে ডান পায়ে নেওয়া শটে বল বিপক্ষের জালে জড়ান রোনালদো। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল আল নাসর।
৬৩ মিনিটে ওয়েসলির পাস থেকে হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৬৮ মিনিটে হ্যাটট্রিক করেন পেনাল্টি থেকে গোল করে। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন রোনালদো।
অপর প্রীতি ম্যাচে মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজ ও বনি একটি করে গোল করেন ইন্টারের হয়ে। এছাড়া চেলসি ২-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুজেনকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।