Apan Desh | আপন দেশ

জয়সওয়ালের সেঞ্চুরিতে ওভালে লড়াইয়ে ফিরল ভারত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২ আগস্ট ২০২৫

জয়সওয়ালের সেঞ্চুরিতে ওভালে লড়াইয়ে ফিরল ভারত

ছবি: সংগৃহীত

ওভালে শেষ টেস্টে জয়সওয়ালের সেঞ্চুরিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে ফিরেছে টিম ইন্ডিয়া। এ টেস্টের প্রথম ইনিংসে দুই দলই ছিল সমানে সমান। ভারত ২২৪ রানে অলআউট হয়েছিল। জবাবে ইংল্যান্ড ২৪৭ রানে অলআউট হলে সফরকারী ভারতে বিপক্ষে মাত্র ২৩ রানের লিড নিতে পেরেছিল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল এবং সাই সুদর্শনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। ৭ রান করে আউট হন লোকেশ রাহুল এবং ১১ রান করে বিদায় নেন সাই সুদর্শন।৭০ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাধেন আরেক ওপেনার জসস্বি জয়সওয়াল ও মিডল অর্ডার আকাশ দিপ। ১০৭ রানের অবদ্য জুটি গড়েন তারা দু’জন।

৪২.১ ওভারে ১৭৭ রানের মাথায় আউট হন আকাশ দিপ। ৯৪ বলে ৬৬ রান করে আউট হন তিনি। এরপর অধিনায়ক শুভমান গিল (১১) এবং মিডল অর্ডারে আরেক ব্যাটার করুন নায়ার (১৭) আউট হলেও টিকে ছিলেন জয়সওয়াল।

আরওপড়ুন<<>>কোচের দায়িত্ব পেলেন আশরাফুল

দলীয় ২৭৩ রানের মাথায় ৬ষ্ঠ ব্যাটার হিসেবে জয়সওয়াল যখন আউট হলেন তখন তার রান ১১৮। অর্থ্যাৎ, তার আগেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি।

বার্মিংহ্যাম, লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়ায় সমালোচনার শিকার হচ্ছিলেন ভারতের এ ওপেনার। এমনকি ওভাল টেস্টের প্রথম ইনিংসেও আউট হন তিনি ২ রান করে। অবশেষে সমালোচকদের মুখ বন্ধ করে দারুণ এক সেঞ্চুরি করেন জয়সওয়াল। শেষ পর্যন্ত ১৬৪ রানে ১১৮ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় ৬৮.৩ ওভারে ৬ উইকেটে ভারতের রান ২৮২ রান।রবিন্দ্র জাদেজা  ২৪ রানে এবং ৫ রানে ব্যাট করছেন ধ্রুব জুরেল। ২৫৯ রানের লিড দাঁড়িয়েছে ভারতের। ইংলিশ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন ৩টি এবং জস টাঙ ২টি করে উইকেট নেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়