
ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অলিখিত ফাইনালে আজ (সোমবার) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিততে বাংলাদেশের প্রয়োজন ড্র আর নেপালের জয়ের বিকল্প নেই।
এমন সমীকরণের ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারিনায় সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হবে। চার জাতি ডাবল রাউন্ড পদ্ধতি আসরে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ পাঁচ ম্যাচে ১৫। অপরদিকে, সমান সংখ্যক ম্যাচে নেপালের সংগ্রহ ১২ পয়েন্ট। তাই আজকে জয় পেলে তো বাংলাদেশ কোনো পয়েন্ট না হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে। ড্র হলেও সমস্যা নেই।
অন্যদিকে এ ম্যাচে নেপালকে জিততেই হবে। তবে বাংলাদেশ হেরে গেলে দুদলের সমান ১৫ পয়েন্ট হবে। এক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় নেপালই জিতবে শিরোপা। সেজন্য আজকের ম্যাচ কঠিন এক লড়াই। প্রথম পর্বে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছিল নেপালকে।
পয়েন্টে এগিয়ে থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচে নেপাল ৩০ গোল দিয়েছে। গোল খেয়েছে ৪টি। সবমিলিয়ে পার্থক্য +২৬। বাংলাদেশ ২৪ গোল দিলেও খেয়েছে ৪টি। পার্থক্য +২০। অর্থাৎ নেপালের মেয়েরা ৬ গোল এগিয়ে থেকে মাঠে নামবে।
আরওপড়ুন<<>>ইমনের ফিফটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
বাংলাদেশ পয়েন্ট পেলেই অপরাজিত চ্যাম্পিয়ন হবে। তখন আর কোনো পরিসংখ্যান কাজে লাগবে না। গত আসরে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ভারত এবার অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে খেলছে না।
নেপাল তাদের প্রতিটি ম্যাচে সেরাদের নিয়ে বেস্ট ইলেভেন গড়েছে। বাংলাদেশ ছিল পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত। সামনের বছর বাংলাদেশের নারী জাতীয় দল প্রথমবারের মতো এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে খেলবে। যা হবে দেশের ক্রীড়াঙ্গনে অন্যরকম ঘটনা। শক্তিশালী দেশগুলো খেলবে বলেই হেড কোচ পিটার বাটলার এখন থেকেই খেলোয়াড়দের মান যাচাইবাছাই করছেন।
প্রথম দুই ম্যাচে মূল খেলোয়াড়দের নিয়ে সেরা একাদশ গড়েছিলেন বাটলার। এরপরেই তিনি রিজার্ভ বেঞ্চে বসা খেলোয়াড়দের মাঠে নামান। নেপালের বিপক্ষে লালকার্ড দেখায় আক্রমণভাগের মূল খেলোয়াড় সাগরিকা তো তিন ম্যাচ খেলতে পারেননি। অধিনায়ক আফঈদা খন্দকারও নিয়মিত সেরা একাদশে ছিলেন না। কোচ সবার মান যাচাই করেছেন।
তবে আজ তার ব্যতিক্রম ঘটবে। কেননা লড়াইটা শিরোপার। জিতলেই চ্যাম্পিয়ন হবে নেপাল। সে ক্ষেত্রে বাটলার কি ঝুঁকি নিতে চাইবেন? তবে ড্রর চিন্তায় খেললে বিপদ নেমে আসতে পারে। নেপাল খুবই গতিশীল। কোচ বাটলারের তা অজানা নয়। দিনটা যেন বাংলাদেশের উৎসবের হয় সে লক্ষ্যেই লড়বেন বাটলারের মেয়েরা।
তবে বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারেন নেপালের পূর্ণিমা রাই ও মিনা দেউবা। দুই হ্যাটট্রিকসহ ১০ গোল করে পূর্ণিমা সবাইকে ছাড়িয়ে শীর্ষে রয়েছেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।