
ছবি: সংগৃহীত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে সফরকারী পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে সফরকারীদের ব্যাটিয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
টাইগার বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে অসহায় হয়ে একের পর এক উইকেট হারায় সফরকারী দল। শেষ পর্যন্ত ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস ফিরে যান। ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দুজনেই ব্যাট করতে থাকেন দেখেশুনে। দলীয় স্কোর ৭ থেকে ৮০-তে নিয়ে যান এই দুই ব্যাটার। ৩৭ বলে ৩৬ রান করা তাওহীদ হৃদয় আব্বাস আফ্রিদির বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের ৭৩ রানের জুটি।
এরপর জাকের আলী অনিককে নিয়ে বাকি কাজটা সারেন ইমন। এক পর্যায়ে ৩৪ বলেই ফিফটি তুলে নেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন। অন্য প্রান্তে জাকের অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
আরওপড়ুন<<>>তাসকিন-মোস্তাফিজের গতিতে ১১০ রানে থামল পাকিস্তান
এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার সাইম আইয়ুবকে (৬) মোস্তাফিজের ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। পাকিস্তানের ছন্দপতনের শুরু সেখানেই। পাওয়ার প্লে'র মধ্যে ৪ উইকেট খুইয়ে ৪১ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা।
তাসকিন-তানজিমদের দাপুটে বোলিংয়ে পাকিস্তানের প্রথম ৬ ব্যাটারের মধ্যে পাঁচজনই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। এর মধ্যে দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ওপেনার ফখর জামান করেছেন দলীয় সর্বোচ্চ ৪৪ রান। অবশ্য ইনিংসের প্রথম ওভারে মাত্র ৪ রানেই জীবন পেয়েছিলেন তিনি। শেখ মেহেদীর বলে তিনি ক্যাচ তুলে দিলেও তা হাতে জমাতে পারেননি তাসকিন।
শেষ পর্যন্ত খুশদিল শাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে যান তিনি। পরের ব্যাটারদের মধ্যে ৩ ছক্কায় ২২ রানের ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহকে কোনো মতে একশ পার করান আব্বাস আফ্রিদি।
এদিন বোলারদের মধ্যে নজরকাড়া বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে ৬ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি পেসার। তবে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট গেছে তাসকিন। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব ও শেখ মেহেদী।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।