Apan Desh | আপন দেশ

ট্রফি আমার অফিসেই, দিয়ে আসব: ট্রাম্প

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৯ জুলাই ২০২৫

ট্রফি আমার অফিসেই, দিয়ে আসব: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (০৮ জুলাই) প্রেস ব্রিফিংয়ে এবারের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অংশ নেয়ার কথা জানান তিনি।

এ সময় এক সাংবাদিক মজা করে ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি কি নিজেই ট্রফি নিয়ে যাবেন? জবাবে ট্রাম্প হেসে বলেন, হ্যাঁ, আমি ট্রফি নিয়ে যাচ্ছি। ওটা আমার অফিসেই আছে!

আগামী রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। সেখানে ইংলিশ ক্লাব চেলসি খেলবে রিয়াল মাদ্রিদ অথবা প্যারিস সেইন্ট জার্মেইর মধ্যকার সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে।

‘আমি খেলাটা দেখতে যাচ্ছি’—মাঠে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে এক সফরের সময় ট্রাম্পকে ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখার দাওয়াত দেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, আমি জানি না উনি আসতে পারবেন কি না।

আরওপড়ুন<<>>বাংলাদেশের খেলায় আগ্রহ নেই চ্যানেলগুলোর

তবে ট্রাম্প শেষ পর্যন্ত জানিয়েই দিলেন, তিনি যাচ্ছেন। গত কয়েক মাসে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত হয়েছেন তিনি। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখতে গিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সুপার বোলের ম্যাচে গিয়েছেন।

ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে মার্কিন সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, আমরা সরকারের এবং প্রেসিডেন্টের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। হোয়াইট হাউস টাস্ক ফোর্স ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ ২০২৬—দুটোতেই আমাদের সহায়তা করছে।

মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে। এবারকার ক্লাব বিশ্বকাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ফিফা। নতুন সংস্করণে বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, যা আগে ছিল ৩২টি।

এবারের বদলে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম হয়নি। রোববারের ফাইনাল ম্যাচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় যোগ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিও।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা