 
										ছবি: সংগৃহীত
গোলরক্ষক অস্কার উস্তারির কল্যানে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল আহলির বিপক্ষে বড়ো লজ্জার হাত থেকে বেঁচে গিয়েছিল ইন্টার মায়ামি। ক্লাব ফুটবলের বৈশ্বিক এ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটি। ম্যাচে মায়ামির হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন লিওনেল মেসি। নিজের ৬১তম ম্যাচে এসে এ মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। এমন ম্যাচে পর্তুগালের ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) রাতের ম্যাচটির প্রথমার্ধে অবশ্য এগিয়ে ছিল পোর্তোই। দারুণ এক পেনাল্টি গোলে পোর্তোকে লিড এনে দেন স্যামু আগেহোয়া। বক্সের মধ্যে জোয়াও মারিওকে নোয়াহ এলেন ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে তেলাস্কো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। এরপরই আসে মেসির সে জাদুকরী মুহূর্ত।
ম্যাচের ৫৪ মিনিটে ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন মেসি। নিজেই বল সেট করেন। এরপর নিখুঁত বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালে। দলকে ২-১গোলে এগিয়ে দেওয়ার পর তার উদযাপন ছিল দেখার মতো। এ গোলটি ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
এ জয়ে দারুণ এক ইতিহাসও গড়েছে মেজর লিগ সকারের দলটি। ইউরোপের কোনো ক্লাবের বিপক্ষে তারা এ প্রথম জয় পেল। পাশাপাশি গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেসিদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































