
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুবমান গিল
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন রোহিত শর্মা। তখন থেকেই আলোচনা চলছিল কে হচ্ছেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক? অবশেষে সব জল্পনার অবসান ঘটালো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সাদা পোশাকের ক্রিকেটে নতুন নেতার নাম ঘোষণা করলো সংস্থাটি। রোহিতের জায়গায় টিম ইন্ডিয়ার দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার শুবমান গিল।
পাশাপাশি আসন্ন ইংল্যান্ড সফরের দলও ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেয়ার পর প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত।
ওপেনার হিসাবে দলে আছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সে সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। তিন নম্বরে আছেন শুবমান গিল। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে আছেন রিশাভ পান্ত। বাড়তি উইকেটকিপার হিসেবে আছেন ধ্রুব জুরেল।
মিডল অর্ডারে দলকে ভরসা দেয়ার জন্য আছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারেরা। পেস আক্রমণের নেতৃত্বে যথারীতি জসপ্রিত বুমরা। তবে চোট থেকে সেরে ওঠা এ পেসার সিরিজের পাঁচ ম্যাচ নাও খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। তার সঙ্গী হিসেবে দলে আছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য আছেন কুলদীপ যাদব।
আগামী ২০ জুন লিডসে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাঞ্চেস্টারে ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট। এরপর ক্রিকেটের তীর্থ লর্ডসে তৃতীয় টেস্ট শুরু হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট। পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে, ৩১ জুলাই থেকে। এর আগে তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দু’টি আনঅফিসিয়াল টেস্ট খেলবে ভারত। এছাড়া নিজেরা দুই ভাগে ভাগ হয়েও অনুশীলন করবে।
ভারতীয় দল: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং এবং কুলদীপ যাদব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।