Apan Desh | আপন দেশ

বিপিএল মিউজিক ফেস্ট আজ 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ২৩ ডিসেম্বর ২০২৪

বিপিএল মিউজিক ফেস্ট আজ 

বিপিএল মিউজিক ফেস্টের পোস্টার

পরিবর্তনের ছোঁয়া নিয়ে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। দেশের একমাত্র ফ্যাঞ্জাইজি টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে বিসিবি। 

তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট, থিম সং, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগান। এবার বিপিএল শুরুর আগে হতে যাচ্ছে মিউজিক ফেস্ট। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এ ফেস্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। 

তার সঙ্গে থাকবেন সঙ্গীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকের খ্যাতিমান সংগীত তারকা। ২৫ ডিসেম্বর সিলেটে ও ২৭ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সঙ্গীত উৎসব। এ দুই আয়োজনেও দেশের সেরা সঙ্গীতশিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে।

বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। তবে দর্শকদের তেমন সাড়া না থাকায় টিকিটের মূল্য কমিয়েছে বিসিবি। প্রথমে প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ শত টাকা। এখন কমে প্লাটিনাম টিকিটের মূল্য হয়েছে ৮ হাজার টাকা, গোল্ড ৬ হাজার, সিলভার ৪ হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ ও ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়