ছবি : আপন দেশ
দুই দশক পর চট্টগ্রাম সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতিমধ্যে জনসভার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের এ ময়দানে মহাসমাবেশে সর্বশেষ বক্তব্য রেখেছিলেন তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মায়ের উত্তরসূরি হিসেবে চৌদ্দ বছর পর একই স্থানে দলীয় সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত এখন ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে চট্টগ্রামে সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যদের হাতে নিহত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রামে এলে সার্কিট হাউজে রাত্রিযাপন করতেন। কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউজে না থেকে হোটেলে উঠেছেন রাত্রিযাপনের জন্য। সমাবেশে যোগ দিতে শনিবার রাতেই চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান।
আরও পড়ুন<<>>২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, নির্বাচনি প্রচারণায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্ল্যাইট।
বিমানবন্দরে নামার পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতাদের বিমানবন্দরে দেখা গেছে।
রোববার সকাল সাড়ে ৯টায় তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ইয়ুথ পলিসি টক-এ অংশ নেবেন। সকাল ১১টায় তারেক রহমান পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে উপস্থিত হবেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেয়ার বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরবেন। এর আগেও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন তিনি।
চট্টগ্রামের জনসভা শেষে বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় জনসভা করবেন তারেক রহমান। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সুয়াগাজী ডিগবাজি মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং সর্বশেষ নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































