ফাইল ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ব্যক্তিকে বহিষ্কারের পর এবার উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা কমিটি বিলুপ্ত করেছে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয় বিবৃতি। তাতে দুই উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আরও পড়ুন<<>> চরমোনাই পীরের দলের ১০ নেতাকর্মী গেলেন জামায়াতে
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক জোট ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নূরকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ এ সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহা দেখায় এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেনি। বরং তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছিলেন।
এ পরিস্থিতিতে কেন্দ্রীয় বিএনপি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেয়। সংশ্লিষ্ট দুই উপজেলা কমিটি বিলুপ্ত করে। একই সঙ্গে নেতা-কর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে। দলীয় সূত্রে আরও জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডাকা হলেও তিনি তাতে সাড়া দেননি।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। সে কারণেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদিকে, গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যে দলের নেতা বহিষ্কৃত হন, সেখানে কর্মীরাও বহিষ্কৃত হবেন- এটাই স্বাভাবিক। বরং তারা দেরি করেছে। আমাদের অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই; আমরা হাসান মামুনের সঙ্গেই আছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দুই উপজেলা কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়টি আমরা অবগত। এ সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজ আমরা পেয়েছি।
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। বর্তমানে অন্তত ১১৮টি নির্বাচনী আসনে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছে ১৯০। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত থাকলেও বিএনপি চেয়ারপারসনের একাধিক নির্দেশ অমান্য করায় দলটি ধারাবাহিকভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় দলীয় নিয়ন্ত্রণ ও ঐক্য বজায় রাখতে বিএনপি বিদ্রোহী ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আপসহীন নীতিতে এগোচ্ছে, যার সাম্প্রতিক উদাহরণ পটুয়াখালী-৩ আসনের এ সিদ্ধান্ত।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































