Apan Desh | আপন দেশ

‘খালেদা জিয়া-জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ৩ জানুয়ারি ২০২৬

‘খালেদা জিয়া-জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বিএনপি’

ছবি: আপন দেশ

বিএনপি খালেদা জিয়া ও জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী বলে ঘোষণা দিয়েছিলেন এবং শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন, বেগম জিয়াও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 

আরও পড়ুন<<>>বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে জায়গা পেলেন যারা

বিএনপির এ নেতা আরও বলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের মতোই কাজ করার শক্তি যেন সৃষ্টিকর্তা আমাদের দেন। 


আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়