Apan Desh | আপন দেশ

‘অনিবার্য পরিস্থিতি ছাড়া ভোটের বিলম্ব চায় না বিএনপি’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:২৩, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৩১, ৪ ডিসেম্বর ২০২৫

‘অনিবার্য পরিস্থিতি ছাড়া ভোটের বিলম্ব চায় না বিএনপি’

ছবি: আপন দেশ

অনিবার্য পরিস্থিতি ছাড়া ভোটের বিলম্ব চাই না। যে ঘোষণা হয়েছে, সে অনুযায়ী আমরা নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের এ অবস্থানের কথা জানান। 

দলের চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে নির্বাচন বিষয়ে এ অবস্থায় তফসিল যদি ঘোষণা হয় আপনারা বিষয়টিকে কীভাবে দেখবেন, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করেন। তার আশু মুক্তি কামনা করে সবাই দোয়া করছেন। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাধিক চেষ্টা চালাচ্ছি। আল্লাহর মেহেরবানীতে সম্ভবত তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন। আমরা আশাকরি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আমরা আশা করি তিনি খুব দ্রুত সুস্থ হবে এবং এটা বিবেচনায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকেও আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। 

আরও পড়ুন<<>>আরও ৩৬ আসনে প্রার্থী দিল বিএনপি

তিনি বলেন, খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এ প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। কাজেই আমরা আশা করি যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, কিন্তু আল্লাহর মেহেরবানীতে উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এ প্রক্রিয়ায় যুক্ত হবেন। 

অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এখন নয় ১৪, ১৫ বছর আগে থেকে জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সবার ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। এবং সে অধিকার প্রয়োগ করেই যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এ অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না।  আমাদের দলের পক্ষ থেকে এভাবে আলোচনা করা হচ্ছে। আমরা এখনও বলছি যে, যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সে অনুযায়ী। সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমাদের দলের পক্ষ থেকে এখনও এমন কোনো সিদ্ধান্ত আসেনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, তিনি তো বাংলাদেশের নাগরিক। এটা নিয়ে আলোচনারই কিছু আছে মনে করি না। তিনি (তারেক রহমান) আইসা পড়বেন, এটা তো নাম উঠানোর (ভোটার তালিকায়) জন্য সময় পার হয়ে যায় নাই। এ নিয়ে কোনো সংকট নেই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়