নাহিদ ইসলাম।
সামনে নির্বাচনকে ঘিরে পরিস্থিতি নানাভাবে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড ব্যবহার করে দেশকে আবারও বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।
আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের ‘জুলাই যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের মুক্তির ব্যবস্থা আরও আগে করা উচিত ছিল বলে মন্তব্য নাহিদ ইসলাম বলেন, সরকারের উচিত ছিল আরও আগে প্রবাসী জুলাই যোদ্ধাদের মুক্তির ব্যবস্থা করা। এ জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তিনি দাবি জানান, এ মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন ও কর্মসংস্থানের দায়িত্ব সরকারকে নিতে হবে। পাশাপাশি, এনসিপির দাবির পরিপ্রেক্ষিতে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীরাও দেশের রাজনৈতিক সিদ্ধান্ত জানানোর সুযোগ পাবেন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন>>>খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল
এনসিপি আহবায়ক বলেন, জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। তিনি গণ-অভ্যুত্থান কুক্ষিগত করার অভিযোগ অস্বীকার করে বলেন, গণ-অভ্যুত্থান জনগণের ও ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের ছাত্রনেতাদের এখানে অবদান রয়েছে।
তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণ-অভ্যুত্থানের ফসল নেয়ার বেলায় সবাই এগিয়ে আসে। এ ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে ও আগামী নির্বাচনেও তারা সে ধরনের একটা বন্দোবস্ত করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ-অভ্যুত্থানের দায়িত্ব নেয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেয়ার, তখনই বলা হয় এনসিপির কাছে যাও।
তিনি স্পষ্ট করেন, দায়িত্ব নেয়ার বেলায় এনসিপি একা থাকলেও ফসল ভোগ করার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। তবে অনুরোধ থাকবে: গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ যেদিকে যাওয়ার কথা ছিল, সে রাস্তা যেন অবরুদ্ধ করা না হয়।
নাহিদ ইসলাম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টার অভিযোগ তুলে বলেন, যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল, তা বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। তার দাবি: একটি দল প্রকাশ্যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে।
আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, এবারের গণভোটে ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া কেউ ‘না’-এর পক্ষে থাকবে না, থাকা উচিতও না। কিন্তু একটি রাজনৈতিক শক্তি পুরোনো কাঠামোকেই ধরে রাখতে চাইছে, ফলে তারা ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এনসিপি এবারের নির্বাচনে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো অর্জন করতে চায় জানিয়ে নাহিদ বলেন, তার দল এবারের নির্বাচনে ‘সংস্কারের পাহারাদার’ হিসেবে অংশগ্রহণ করবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































