Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০১ ডিসেম্বর)  গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে, সেগুলো সঠিক নয়। এসব নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। একই সঙ্গে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন মির্জা ফখরুল।

আরও পড়ুন>>>খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৫ বিদেশি চিকিৎসক

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। কে কী বললো—এতে বিভ্রান্ত হবেন না।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে ম্যাডামের সেবায় নিয়োজিত আছেন। তাদের থেকে যতটুকু জেনেছি—তার নিয়মিত চিকিৎসা চলছে, এটাই আপডেট। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়