Apan Desh | আপন দেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চাইলেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১৪ নভেম্বর ২০২৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চাইলেন জিএম কাদের

জিএম কাদের। ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি তার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে আশঙ্কাজনকভাবে খুন, জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তিনি আরও বলেন, নদীতে ফেলে দেয়া মরদেহের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা করা মরদেহেরও সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এ ধরনের হত্যাকাণ্ডের খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে।

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়