ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ও গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির এক সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়। সভায় বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা এবং নির্বাচনের দিন জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিবাচক পদক্ষেপ। মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মনে করে, সরকারের এ উদ্যোগ জাতির প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতি জনগণের সম্মতি যাচাইয়ের জন্য ঘোষিত গণভোটকে স্বাগত জানানো হয়। দলের নেতারা আশা প্রকাশ করেন, এ গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং ভবিষ্যতের জাতীয় নীতি ও কাঠামো নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আরও বলা হয়, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলে, জনগণের অংশগ্রহণ ও মত প্রকাশের সুযোগই দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ভিত্তি। দলটি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানায় যেন তারা সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































