Apan Desh | আপন দেশ

‘আলোচনা চলা অবস্থায় ইসলামী দলগুলোর কর্মসূচির প্রয়োজন ছিল না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

‘আলোচনা চলা অবস্থায় ইসলামী দলগুলোর কর্মসূচির প্রয়োজন ছিল না’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা চলছিল- এ অবস্থায় জামায়াতসহ ইসলামীদলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন, এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ সৃষ্টি করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, পিআর পদ্ধতির পক্ষে নয় বিএনপি, এমন কী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নন তারা। এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? এমনও প্রশ্ন করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে আমরা রাজপথে নামিনি, আলোচনার মধ্যদিয়েই সব সমস্যার সমাধানের করতে চেয়েছি৷ আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে, যোগ করেন তিনি।

আরওপড়ুন<<>>‘আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই’

বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নাই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয়গুলো নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিস্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সে পার্লামেন্ট সংবিধান পরিবর্তন, সংশোধনী করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সে কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে জানি না, কথা হয়নি এখনও। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নিবে তাদের সিদ্ধান্ত। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
 
আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়