Apan Desh | আপন দেশ

অনুসারীদের দিয়ে এনসিপি নেতাকে পেটালেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৪২, ২৪ আগস্ট ২০২৫

অনুসারীদের দিয়ে এনসিপি নেতাকে পেটালেন রুমিন ফারহানা

এনসিপি নেতাকে মারধর

বিএনপি নেত্রী রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করা হয়েছে। এ ঘটনায় এনসিপির আরও দুই নেতা আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে তাদের মারধর করা হয়। দলটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, বিএনপি নেতা রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপি নেতাকে মারধর করে।  

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, আতাউল্লাহ নামের এ ব্যক্তি আমার কাছে অপরিচিত। তিনি এনসিপি না জামায়াত থেকে এসেছেন, তা আমি জানি না। তিনি আমাকে ধাক্কা দিয়েছেন, সো, আমার লোক তো বসে থাকবে না। তার ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে। আমি তো একজন মহিলা। পরে আবার তেড়ে এসেছে। সো, আমার লোকজন জবাব দিয়েছেন। সিম্পল।

বিএনপির এ নেত্রী বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে কাজ করতে সাহস পায়নি। আজ এনসিপি সেটা করে দেখিয়েছে। এ সময় তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিচার চান।

আরও পড়ুন>>>প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

এনসিপি নেতারা গুন্ডা নিয়ে এসেছেন অভিযোগ করে রুমিন ফারহানা আরও বলেন, আমি কোনো গুন্ডা নিয়ে আসিনি। তারা গুণ্ডা নিয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। এটাই হয়েছে।

এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি তাদের ওপর ব্যাপক আক্রমণ করা হয়েছে। আমাদের অপরাধ হলো- আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। এ কারণে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে।

অন্যদিকে এনসিপি অভিযোগ করেছে, তাদের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে রুমিন ফারহানার উপস্থিতিতে তার অনুসারীরা মারধর করেছেন।  এ সময় এনসিপির আরও দুই নেতা—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী ও মুস্তফা সুমনও আহত হন।

এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, আমরা ইসিতে দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু রুমিন ফারহানার লোকজন আমাদের ওপর হামলা করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের পেটানো হয়েছে।

এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রশ্ন তুলেছেন, বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায়। দুপুর আড়াইটার দিকে এ বিষয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। 

সেখানে তিনি লেখেন, একদিকে জনাব রুমিন ফারহানার পোষ্য কর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাকে শারীরিকভাবে আঘাত করছে আর অন্যদিকে জনাব রুমিন ফারহানা গাল মুখ ফুলিয়ে,  বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী ভাব নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দেখেও না দেখার ভান করছে। টকশোতে বড় বড় সুশীলতা দেখানো যায়, লেকচার দেয়া যায়। কাজ দিয়ে প্রকাশ পায়-কে সুযোগ পেলে আবার আগের পথে হাঁটবে আর কে সংশোধন হবে। 

ইসি অফিসে আপিল শুনানিতে যোগ দিতে এসে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মীদের হাতে মারধরের শিকার হন দাবি করে তিনি বলেন, তার (আতাউল্লাহ) অপরাধ শুধু সীমানা পুনঃনির্ধারণের বিরোধিতা করে আপিল করা। বিএনপি কি আওয়ামী লীগের চরিত্র ফিরতে চায়? জোর যার মুলুক তার বানাতে চায়? এ সুযোগ আর দেয়া হবে না।

ইসির সমালোচনা করে তিনি বলেন, ইসির ভেতরেই একজন শীর্ষ নেতার নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে ই অথর্ব ইসি কীভাবে সারা বাংলাদেশে অন্যান্য দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে? সুষ্ঠু ভোট সম্পন্ন করবে?

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়