Apan Desh | আপন দেশ

মারধর

‘মব ভায়োলেন্স এখনও নিয়ন্ত্রণে আসেনি’

‘মব ভায়োলেন্স এখনও নিয়ন্ত্রণে আসেনি’

দেশে মব ভায়োলেন্স কমলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন স্থানে এখনও দু একটি ঘটছে। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন করে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশ ১৫ হাজার ৮৫১ জন, বিজিবি ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন, কারা পুলিশ ১৫৫৮ জন ও ফায়ার সার্ভিসে ২০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

০৭:০৮ পিএম, ১৮ আগস্ট ২০২৫ সোমবার

শিক্ষক-শিক্ষার্থীর আতঙ্ক ‘যাযাবর নাঈম’

শিক্ষক-শিক্ষার্থীর আতঙ্ক ‘যাযাবর নাঈম’

২০১৮ সালের ঘটনা। আমাকে অগ্নিবীণা হলের ২০১ নম্বর রুমে আটকে রাখা হয়। টানা চার ঘণ্টা নির্যাতন চলে আমার ওপর। ছাড়া পেয়ে ছয়-সাত মাস হাঁটতে পারিনি। ওইদিন আমাকে উদ্ধার করতে প্রশাসনের কেউ এক মিনিটের জন্যও আসেনি। তখন বিচার চেয়েছিলাম। কিন্তু হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি এ ঘটনার কোনো বিচারই করেননি। আমার মতো আরও অনেকেই আছেন যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কথাগুলো বলছিলেন মো. মোজাম্মেল হক অনিক। সে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

১০:০৬ পিএম, ২৫ মার্চ ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement